বাংলা / Bengali (Bangladesh)

আগামী প্রজন্মকে ঈশ-কেন্দ্রিক সাহিত্য সম্পদগুলির মাধ্যমে প্রস্তুত করা যেন তারা ঈশ্বরকে জানতে পারে, সম্মান করতে পারে , এবং পরম সম্পদ রূপে আঁকড়ে ধরতে পারে ।

Bengali Resources

আমাদের সাহিত্য-সম্পদগুলি

উদ্দীপ্তঃ আগামী প্রজন্মকে শিষ্যত্বে আনতে ৭ টি প্রতিজ্ঞাপূর্ণ অঙ্গীকার


Truth78 আপনার পরিবার, মণ্ডলী, শিক্ষাকেন্দ্র, বা পরিচর্যা ক্ষেত্রে ব্যবহারের জন্য এই সব সম্পদ গুলিকে প্রয়োজন মত পুনরায় ছাপাতে আপনাকে অনুমতি দিচ্ছে। তবে আপনার সংস্থা বা পরিবারের বাইরে বিতরণ করতে অথবা লাভের জন্য বিক্রয় করতে আপনাকে অনুমতি দিচ্ছে না। কিন্তু অন্যদের আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে নির্দেশ দিতে অনুরোধ করছে, যেন তারাও নিজেদের ডাউনলোড ব্যবহার করতে পারেন।

দয়া করে নীচের আবেদন পত্রটি পূরণ করুন এবং বিনামূল্যে আমাদের খ্রিস্টীয় সাহিত্য-সম্ভার পেয়ে যান।